মৌলভীবাজারে ডিবি পুলিশের হাতে ভুয়া সেনাবাহিনী আটক

মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ | ১১:৪১ পূর্বাহ্ণ

মৌলভীবাজারে ডিবি পুলিশের হাতে ভুয়া সেনাবাহিনী আটক
apps

সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে চাঁদা আদায় করতে গিয়ে সোমবার ১২ জুলাই মৌলভীবাজার ডিবি পুলিশের হাতে আটক হয়েছে দেবাশীষ ভট্টাচার্য্য টিংকু (৩৩)।

সে সিলেট সিটি কর্পোরেশন‘র কোতোয়ালি থানার দিলীপ কুমার ভট্টাচার্য এর পুত্র। সুত্র জানায়,দেবাশীষ সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে রাস্তায় মোটরসাইকেল আটক করে কাগজপত্র দেখতে চায়। পরবর্তীতে সাইকেল মালিক মৌলভীবাজার শহরের দরগাহ মহল্লা এলাকার সালাউদ্দিন আহমেদ এর সাথে যোগাযোগ করে সাইকেল মালিকের বাসায় গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে।

এ সময় তার আচরণ সন্দেহজনক হওয়ায় উপস্থিত লোকজন তাকে আটক রেখে ডিবি পুলিশকে সংবাদ দেয়। ডিবি পুলিশ সংবাদ পেয়ে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। এ সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Development by: webnewsdesign.com