মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১শ ৭০ পিস ইয়াবাসহ রুবেল মিয়া(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) দিনগত রাতে শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রুবেল মিয়া শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া (করইতলা) গ্রামের আসলম মিয়ার ছেলে। আটককৃত রুবেল মিয়ার দেহ তল্লাশী করে তার পরনের লুঙ্গির কোছা থেকে ১শ ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Development by: webnewsdesign.com