মৌলভীবাজারে ছাত্রদলের মশাল মিছিল

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ | ৪:৪৯ অপরাহ্ণ

মৌলভীবাজারে ছাত্রদলের মশাল মিছিল
apps

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মৌলভীবাজার সরকারি কলেজ ও পৌর ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার ১৩ ডিসেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় জেলা ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে মশাল মিছিল শুরু হয়ে শহরের বেশ কিছু সড়ক প্রদক্ষিণ করেন।

মিছিলে নেতৃত্ব দেন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু।
মিছিলে উপস্থিত ছিলেন-জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল শরীফ শুভ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাকনুনুর রহমান, শামীম আহমেদ সানি,পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তপু আলী, জুবায়েল ইসলাম নাঈম, ইমাদ হোসেন অর্নব, নেছার তালুকদার,নুর আহমদ সাইফ,তায়েফ আহমেদ,সাজন আহমদ, সাব্বির,মাহি, আনোয়ার,মাহের প্রমুখ।

কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ বলেন,এখন আমাদের একটাই কনসার্ন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ১৯৫২ সালে মায়ের ভাষার জন্য যুদ্ধ হয়েছিল আর এখন যুদ্ধ হবে মায়ের মুক্তির জন্য। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি না মানলে আন্দোলন আরো কঠোর হবে।

Development by: webnewsdesign.com