মৌলভীবাজারে ছাগল ও ভেড়ার পিপিআর টিকা প্রয়োগ বিষয়ক সচেতনতামূলক সভা

বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৫:১৭ অপরাহ্ণ

মৌলভীবাজারে ছাগল ও ভেড়ার পিপিআর টিকা প্রয়োগ বিষয়ক সচেতনতামূলক সভা
মৌলভীবাজারে ছাগল ও ভেড়ার পিপিআর টিকা প্রয়োগ বিষয়ক সচেতনতামূলক সভা
apps

মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় “ছাগল ও ভেড়ার পিপিআর টিকা” প্রয়োগের লক্ষ্যে জনসচেতনতামূল সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মৌলভীবাজার সদর এর হল রুমে বুধবার ২৭ সেপ্টেম্বর।

মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস ছামাদ এর সভাপতিত্বে ও মৌলভীবাজার সদর প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জান্নাতুন ফেরদৌসি এর উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ভেটেরিনারি অফিসার ডাঃ মোঃ এ জেড এম ওয়াহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সিনথিয়া কবির, বড়লেখা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন,মৌলভীবাজার সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহীনুল হক। বক্তব্য রাখেন- দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বকশি ইকবাল আহমদ, এআই টেকনিশিয়ান আব্দুল অদুদ রেজবিন।

খামারীদের মধ্যে বক্তব্য রাখেন- আমতৈল ছাগল পিজি সভাপতি রুজি বেগম। ভ্যাকসিনেটরদের মধ্যে বক্তব্য রাখেন- একাটুনা ইউনিয়নের আনসার উদ্দিন প্রমুখ। সমাপনী বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস ছামাদ বলেন- জনসচেতনার বিকল্প নাই। “ছাগল ও ভেড়ার পিপিআর টিকা” আওতায় নিয়ে আসতে হবে। খামারী, ভ্যাকসিনেটর ও ডাক্তারসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আরো দায়িত্ব নিয়ে কাজ করার আহবান জানান।

Development by: webnewsdesign.com