মৌলভীবাজারে গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে চক্ষু শিবির অনুষ্ঠিত

মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ | ৫:২৮ অপরাহ্ণ

মৌলভীবাজারে গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে চক্ষু শিবির অনুষ্ঠিত
apps

মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে ও মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপালের তত্বাবধানে অমর ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চক্ষু পরীক্ষা,চিকিৎসা পরামর্শ কার্যক্রম ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম সাহেদের সভাপতিত্বে ও হাফেজ জুবায়ের আহমেদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী,

মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক মাহমুদুল হাসান,প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী,এসোসিয়েশন সাবেক যুগ্ম সম্পাদক জামাল হোসেন,সুয়েব মিয়া,তোফায়েল চৌধুরী।

উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের নির্বাহী সভাপতি আরমান চৌধুরী,সদস্য তোফায়েল আহমেদ তারেক,ফয়েজউদ্দিন সামছু,আশরাফ মিয়া,জুবায়ের শিকদার প্রমুখ।

Development by: webnewsdesign.com