মৌলভীবাজারে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার, ১২ জুন ২০২১ | ৩:৪৫ অপরাহ্ণ

মৌলভীবাজারে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ অভিযানে শরীফ আহমদ লারুজ( ৩২) ও মোঃ স্বপন মিয়া ( ৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ১১ জুন শুক্রবার দিবাগত রাত ১০ টায় মৌলভীবাজার শহরের শাহ্ মোস্তফা রোডস্থ দরগা মহল্লার মূল গেট এর সামন থেকে শরীফ আহমদ লারুজ কে ২শ ৫০ গ্রাম গাঁজা এবং একই এলাকার বক্স ফার্মেসী এন্ড ডক্টর চেম্বারের সামন থেকে ৬০ পিস ইয়াবাসহ স্বপন মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শরীফ আহমদ লারুজ শহরের (গোবিন্দশ্রী) বর্তমানে দরগাহ মহল্লার আব্দুল আলীম (চিটাগাংগীর)ছেলে এবং স্বপন মিয়া দরগাহ মহল্লা এলাকার মৃত শফিক মিয়ার ছেলে।

গোয়েন্দ শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ বদিউজ্জামান বলেন, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তিনি আরো বলেন, মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে, এতে সকলের সহযোগিতার প্রয়োজন।

Development by: webnewsdesign.com