মৌলভীবাজারে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার, ৩১ জুলাই ২০২১ | ১১:০৯ পূর্বাহ্ণ

মৌলভীবাজারে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

শুক্রবার ৩০ জুলাই রাত সাড়ে সাত ঘটিকার সময় মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের আরামবাগ রোডের মুছি পট্টির মা আধুনিক ড্রাই ক্লিনার্স এর সামনে থেকে দুই কেজি গাঁজাসহ সহজ কেরোয়াল (৫৫) এবং আব্দুস সামাদ( ৪১)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সহজ কেরোয়াল শ্রীমঙ্গল উপজেলার ভুরভুরিয়া চা বাগান এলাকার মৃত হরিলাল কেরোয়াল এর ছেলে এবং আব্দুস সামাদ একই উপজেলার পশ্চিম ভাড়াউড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বদিউজ্জামান দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।

Development by: webnewsdesign.com