মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকা থেকে ২৯ পুরিন্দা গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ৷
রবিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশের এসআই ইফতেখার ইসলাম ও এএসআই মোশাহিদ কামালসহ সঙ্গীয় পুলিশের একটিদল শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপির অন্তর্ভুক্ত পাহাড়পুর গ্রামের বিষু নমসূত্র এর ছেলে গোবিন্দ নমসূত্র (২৫)কে গ্রেফতার করা হয়।
এব্যাপারে, শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম এক মাদক বিক্রেতা গ্রেফতার ও তার দেহ তল্লাশি করে ২৯ পুরিন্দা গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতার হওয়া মাদক বিক্রেতা গোবিন্দ নমসূত্রের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে এবং বর্তমানে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমণ আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।
তিনি আরও জানান,এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
Development by: webnewsdesign.com