মৌলভীবাজারে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শুক্রবার, ০৬ আগস্ট ২০২১ | ৩:৫৬ অপরাহ্ণ

মৌলভীবাজারে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের পার্শ্ববর্তী নতুন বস্তি নামক এলাকা থেকে ৩শত গ্রাম গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশের এসআই ইফতেখার ইসলাম, এএসআই ইসমাইল হোসেন ও মোশাহিদ কামালসহ সঙ্গীয় পুলিশের একটি দল নতুন বস্তি এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে সদর উপজেলার নতুন বস্তি গ্রামের মৃত. কাচা মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (৩৫)কে গ্রেফতার করা হয়।

এব্যাপারে, শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম এক মাদক বিক্রেতা গ্রেফতার ও তার দেহ তল্লাশি করে ৩শত গ্রাম গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। এবং গ্রেফতার হওয়া মাদক বিক্রেতা মোঃ সোহেল মিয়ার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন। বর্তমানে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে আরও একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান,এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

Development by: webnewsdesign.com