প্রবাসী ও পর্যটন অধ্যুষিত সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে গত ৩ দিনে ২৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২ জন। ৬১৬ জনের নমুনা পরীক্ষায় ২৫০ জনের করোনা শনাক্ত হয়। ওই ৩ দিনের আক্রান্তের হার ৩০.৬ থেকে ৪৬.২ শতাংশ। জেলায় গেল ২৪ ঘণ্টায় আরও ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার ১৫ জুলাই জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ২ শতাংশ। নতুন শনাক্ত ৯১ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৩ জন, রাজনগরে ২১ জন, কমলগঞ্জে ৬ জন, বড়লেখায় ২৩ জন, কুলাউড়ায় ১০ জন, শ্রীমঙ্গলে ৯ জন, জুড়ীতে ১৯ জন রয়েছেন। জেলায় এপর্যন্ত ৩ হাজার ৯৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এপর্যন্ত মারা গেছেন ৪২ জন। তবে বেসরকারি হিসেবে মারা গেছেন ৬৭ জন।
Development by: webnewsdesign.com