মৌলভীবাজারে কার্নিভাল আয়োজক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ | ৩:৪৭ অপরাহ্ণ

মৌলভীবাজারে কার্নিভাল আয়োজক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
apps

মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ১১ই মার্চ অনুষ্ঠিত হতে চলেছে কার্নিভাল ২০২২ । সেই আয়োজন টি বাস্তবায়নের লক্ষ্যে কার্নিভাল আয়োজক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও মৌলভীবাজারের মেয়ে যুক্তরাজ্যের লন্ডন রেড ব্রিজের ডেপুটি মেয়র কাউন্সিলর জোৎস্না ইসলামের স্বদেশ আগমন উপলক্ষে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

রবিবার (২০ ফেব্রুয়ারী) বিকেল ৪ ঘটিকায় বিদ্যালয়ের মাঠে আয়োজক কমিটির সভাপতি নিশাত জাহান চৌধুরী সভাপতিত্বে ও নুরে নুসরাত নুহা’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ১৯৮২ ব্যাচের শিক্ষার্থী মৌলভীবাজারের মেয়ে যুক্তরাজ্যের লন্ডন রেড ব্রিজের ডেপুটি মেয়র কাউন্সিলর জোৎস্না ইসলাম, কানাডা প্রবাসী শ্যামলী ঘোষ, ফাতেমা জোহরা, আতিকা বেগম, সাজেদা সুলতানা কলি।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সংবাদকর্মী এবং আয়োজক কমিটির নিশাত, নাইমা, শাম্মী তন্দ্রা, সূচনা, মূম, নাজাহসহ বিদ্যালয়ের ছাত্রীবৃন্দরা ।।

যুক্তরাজ্যের লন্ডন রেড ব্রিজের ডেপুটি মেয়র কাউন্সিলর জোৎস্না ইসলাম বলেন, আমার খুব ইচ্ছা ছিল এই মিলনমেলায় আমি অংশগ্রহণ করবো কিন্তু অনুষ্ঠানের আগেই আমাকে দেশ ত্যাগ করতে হবে। কার্নিভালের এই আয়োজন সফল করতে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করে যাবো। কার্নিভাল আয়োজন কমিটিকে অশেষ ধন্যবাদ।

নিশাত জাহান চৌধুরী বলেন, আগামী ১১ ই মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজনটি উদযাপিত হবে । স্বাস্থ্যবিধি মেনে আয়োজনটি পরিচালিত হবে এবং সংসদ সদস্য নেছার আহমদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে । অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের বক্তব্য প্রদান, রাফেল ড্র, স্মৃতিচারণ, ফটোশুট, বিদ্যালয় ছাত্রী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড সংগীত, সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল, ফানুস ও আতশবাজি প্রদর্শনের মধ্য দিয়ে আয়োজন সফল করার আশাবাদ ব্যক্ত করেন আয়োজক কমিটির সদস্যরা। আমাদের কার্নিভালের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব ও দেশ বিদেশে সিলেটি। উল্লেখ্য এই আয়োজন টি ২০২০ সালের ১৯মে হওয়ার কথা ছিল, কিন্তু দেশের করোনা পরিস্থিতির কারণে সেটি সম্ভব হয়নি ।

Development by: webnewsdesign.com