মৌলভীবাজারে করোনা শনাক্ত আরোও ১৫৯ জনের, শনাক্তের হার ২৯.৮ শতাংশ

বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১ | ৩:০৯ অপরাহ্ণ

মৌলভীবাজারে করোনা শনাক্ত আরোও ১৫৯ জনের, শনাক্তের হার ২৯.৮ শতাংশ
apps

মৌলভীবাজার জেলায় বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা।গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১৫৯ জন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার ৪৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৮ শতাংশ।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭ হাজার ৩৪৯ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৯০ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ।

নতুন শনাক্ত ১৫৯ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৩১ জন, জুড়ীর ১২ জন, শ্রীমঙ্গলের ৭ জন, কমলগঞ্জের ৬৩ জন, বড়লেখার ৪ জন, কুলাউড়ায় ২৯ জন, রাজনগরে ১৩ জন। এ নিয়ে জেলায় ৭ হাজার ৩৪৯ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

Development by: webnewsdesign.com