রবিবার ৭ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলায় কোভিড – ১৯ টিকা গ্রহণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য নেছার আহমদের নেতৃত্বে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টিটু, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম সর্বপ্রথম করোনা টিকা গ্রহণের মাধ্যমে মৌলভীবাজার জেলায় টিকা গ্রহণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
মৌলভীবাজারের সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের নেতৃত্বে টিকা গ্রহণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ।
Development by: webnewsdesign.com