মৌলভীবাজার সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউনিয়নের দক্ষিণ আখাইলকুড়া গ্রামের মাওলানা হাজী গোলাম মোস্তফা (৬৫) করোনা পজিটিভ নিয়ে বৃহস্পতিবার ৮ জুলাই রাত ১০টা ৪৫ মিনিটে সিলেট সামসুদ্দীন হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃতের পারিবারিক সম্মতিক্রমে মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামের শুভ আহমদ বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২ঘটিকায় কোভিড-১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত রোগে) দাফন কাজে নিয়োজিত মৌলভীবাজার জেলায় ১ম প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর সহকারী টিম প্রধান এস.এম গোলাম কিবরিয়ার সাথে যোগাযোগ করলে তিনি দাফন কাফন এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা টিম প্রধানকে অবহিত করলে টিম সমন্বয়কারী সুমন আহমদ লাশ দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেন।
শুক্রবার ৯ জুলাই সকালে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকতা সাবরিনা রহমানের অনুমতিক্রমে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল ১১টায় দক্ষিণ আখাইলকুড়া গ্রামে মৃতের পারিবারিক কবরস্থান সংলগ্ন মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
এতে স্বাস্থ্যবিধি মেনে এলাকা ও পার্শবর্তী এলাকার জনসাধারণ জানাজার নামাজে শরীক হন।পরে মৃত মাওলানা হাজী গোলাম মোস্তফাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর উপস্হিত ছিলেন,জেলা টিম প্রধান সাইফুল ইসলাম সরকার, জেলা টিম সমন্বয়কারী সুমন আহমদ, সংগঠনের সিনিয়র সদস্য মোঃ মনির মিয়া, শাহিন আহমদ, মাওলানা শেখ ফজলুর রহমান হেলালী, স্বপন আহমদ, শিপন আহমদ। উল্ল্যেখ্য যে, তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন করোনা ১ম ও ২য় ধাপে মহামারীতে বিনা পারিশ্রমিতে মানবতার কল্যাণে নিয়োজিত রয়েছে।
Development by: webnewsdesign.com