মৌলভীবাজারে করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন করলো তাকরীম ফাউন্ডেশন

রবিবার, ১১ জুলাই ২০২১ | ১২:০৭ অপরাহ্ণ

মৌলভীবাজারে করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন করলো তাকরীম ফাউন্ডেশন
apps

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৫ নং রাজনগর ইউনিয়নের পূর্ব মশরিয়া গ্রামের মোঃ কয়ছর মিয়া (৬৫) করোনা পজেটিভ নিয়ে তাঁর নিজ বাড়িতে গতকাল শনিবার ১০ জুলাই বিকাল ৪টা ৩০ মিনিটে মৃত্যু বরণ করেন।

মৃতের পরিবার কোভিড -১৯ সন্দেহভাজন বা নিশ্চিত রোগে দাফন কাজে নিয়োজিত মৌলভীবাজার জেলায় প্রথম প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন রাজনগর উপজেলা টিম প্রধান শেখ তোফায়েল আহমদ এর সাথে যোগাযোগ করলে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর পক্ষ থেকে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকতা প্রিয়াঙ্কা পাল এর সাথে যোগাযোগ করলে তিনি স্বাস্থবিধি মেনে লাশ দাফন করার নির্দেশনা প্রদান করেন।

রাজনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম, তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন রাজনগর উপজেলা টিমকে সার্বিক সহযোগিতা করেন।

মৃত ব্যক্তির গোসল, কাফন ও দাফন কাজে দায়িত্বরত ছিলেন, তাকরীম ফিউনারেল এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ, জেলা টিম সমন্বয়কারী সুমন আহমদ,রাজনগর উপজেলা টিম প্রধান শেখ তোফায়েল আহমদ, সংগঠনের সিনিয়র সদস্য শাহিন আহমদ,শাকিল খাঁন, মেহেদী হাসান ইমন।

স্বাস্থ্যবিধি মেনে মশরিয়া খনখাড়ি টিলা পাঞ্চায়েতি কবরস্থান সংলগ্ন জায়গাতে মৃত কয়ছর মিয়ার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে সামাজিক দূরত্ব বজায় রেখে মৃতের আত্বীয় ও এলাকার কিছু লোকজন উপস্থিত হন।জানাযার নামাজের পর মৃত কয়ছর মিয়াকে উক্ত কবরস্থানে দাফন করা হয়।

Development by: webnewsdesign.com