মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সারোয়ার (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গলের কাকিয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সারোয়ার একই উপজেলার সিরাজনগর গ্রামের আসাদুজ্জামানের ছেলে।
থানা সূত্রে জানা যায়, জেলার জুড়ী উপজেলার মনতইল গ্রামের মৃত আবু তাহেরের পুত্র খন্দকার আবুল মঈন গুফরান তারেক (৪৫) তার মালিকানাধীন একটি বাগানে আগুন ধরিয়ে শতাধিক গাছ চুরি, দখল ও ভয়ভীতি প্রদর্শনসহ ২০ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়েছে এমন অভিযোগ এনে সারোয়ারসহ আরও তিনজনের বিরুদ্ধে গতকাল বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে মামলার প্রধান আসামি সারোয়ারকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত সারোয়ারের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অস্ত্র, মাদক, বনের গাছ চুরিসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ২০টিরও বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। ২০০৫ সালে উপজেলার কাকিয়াবাজার উচ্চবিদ্যালয়ের শিক্ষক পরিতোষ পালকে কুপিয়ে হাত-পা কেটে দেয়া ও ২০১২ সালে এক সাংবাদিককে দা দিয়ে কোপানোর অভিযোগ রয়েছে সারোয়ারের বিরুদ্ধে। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতে ১/১১ এর সময়ে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ আটক হয় শীর্ষ সন্ত্রাসী সারোয়ার।
মামলার বাদী তারেক জানান, উপজেলার সোনাছড়া-জাগছড়া চা-বাগান সংলগ্ন ১৫৮ একর জমির উপর ‘ফিডার বাবুর বাগান’ নামের তাদের একটি পৈত্রিক বাগান রয়েছে তার। বাগানে প্রায় কয়েকশ প্রজাতির কয়েক হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ সৃজন করা ছিল। এসব গাছের বয়স প্রায় ৪০ থেকে ৬০ বছর। শীর্ষ সন্ত্রাসী সারোয়ার ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কায়দায় এসব মূলব্যবান গাছ কেটে চুরি করে নিচ্ছিল। গত ৬ ফেব্রুয়ারি ত্রাস সৃষ্টি করে বাগান দখল করতে বাগানে আগুন ধরিয়ে দেয় তারা।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ ছালেক বলেন, সন্ত্রাসী সারোয়ারকে গ্রেফতারের পাশাপাশি বাকি আসামিদেরও গ্রেফতার চেষ্টা চলছে।
Development by: webnewsdesign.com