মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ অভিযানে শনিবার ২৪ অক্টোবর বিকাল সাড়ে চারটায় মৌলভীবাজার জেলার রাজনগর থানার অন্তর্গত তেলিজুড়িতে নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ভবনের সামনের পাঁকা রাস্তার ওপর থেকে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা নীল কান্তি দাস (৩২) পিতাঃ নবদীপ দাস, মাতা- কাঞ্চন রানী দাস, সাং- জামুরা, এবং রঞ্জিত দাস(৩৬), পিতা- মৃত মনোরঞ্জন দাস, মাতা- সিতা রানী দাস, সাং- দুলিজুড়া, উভয়ের থানা- রাজনগর, জেলা – মৌলভীবাজার। তাদেরকে ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
শনিবার রাত সাড়ে নয়টায় জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ ওসি বিণয় ভূষন রায় এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ২ মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে এবং মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।
Development by: webnewsdesign.com