মৌলভীবাজারে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রবিবার, ১৮ জুলাই ২০২১ | ৫:১৩ অপরাহ্ণ

মৌলভীবাজারে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার নতুন বাজার এলাকার হোটেল মুন থেকে শনিবার ১৭ জুলাই দিবাগত রাত ১১ টার দিকে মালেক হোসেন ওরফে পিচ্চি সোহেল (২৮) এবং সাহিদ আহমদ (৩২) কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মালেক হোসেন ওরফে পিচ্চি সোহেল শ্রীমঙ্গল পৌরসভার ৩ নং ওয়ার্ডের জালালিয়া রোডের মৃত আনিস হোসেনের ছেলে। এবং সাহিদ আহমেদ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার উত্তর বাজার এলাকার আব্দুল মতিনের ছেলে।। বর্তমান ঠিকানাঃ ১০ নাম্বার, ভানুগাছ রোড ,উপজেলা শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার।

ডিবির অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বদিউজ্জামান, দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত রাখতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Development by: webnewsdesign.com