মৌলভীবাজারে ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

সোমবার, ২৩ নভেম্বর ২০২০ | ৪:৪০ অপরাহ্ণ

মৌলভীবাজারে ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার
apps

মৌলভীবাজার সদর উপজেলার হামেরকোনা গ্রাম থেকে ১৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলায় জড়িত এক মাদক দ্রব্য বিক্রেতাকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা নিয়ন্ত্রিত শেরপুর পুলিশ ফাঁড়ি পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে হামরকোনা গ্রামের সাহেব আলীর দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

জানা যায়, বেশ কিছুদিন ধরে সদর উপজেলার শেরপুরবাজার এলাকায় একটি শক্তিশালী মাদকদ্রব্য বিক্রেতা সিন্ডিকেট গড়েছে। এমন কি সিন্ডিকেটের মাধ্যমে হামরকোনাসহ বিভিন্ন এলাকায় তাদের অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছিল।

এমন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম ও এএসআই মো. ইসমাইল সহ সঙ্গীয় পুলিশের একটি দল হামরকোনা গ্রামের বিভিন্ন জাগায় অভিযান চালায়। অভিযানে সদর উপজেলার দাউদপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে সুমন মিয়া (৩০)কে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে পুলিশ ১৮ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

শেরপুর পুলিশ ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার ও ১৮ পিছ ইয়াবা উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এমনকি মাদক মামলায় তাকে কয়েকবার গ্রেফতার করাও হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Development by: webnewsdesign.com