মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)এর নির্দেশে ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭৬০ পিছ ইয়াবাসহ মাদক সম্রাট মিলনকে আটক করা হয়।
(২৮ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটের সময় মৌলভীবাজার শহরস্থ উওর কলিমাবাদ এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত মুরাদ আলী মিলন (৩৯) শহরের উত্তর কলিমাবাদ এলাকার মৃত মাসুক আলীর ছেলে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মিলনকে ৭৬০ পিছ ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
Development by: webnewsdesign.com