মৌলভীবাজারে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মঙ্গলবার, ০২ মে ২০২৩ | ৫:৩৫ অপরাহ্ণ

মৌলভীবাজারে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
মৌলভীবাজারে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
apps

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১শ ১৮ পিস ইয়াবাসহ মোঃ অলি আহমদ (৩২) এবং রুমন মিয়া (২৫) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (১ মে) দিনগত রাত সাড়ে ১১ ঘটিকায় মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর এলাকার মেসার্স সম্রাট এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন এন্ড কনভারশন সেন্টারের সামন থেকে দুই যুবককে আটক করেন।

আটককৃতদের দেহ তল্লাশি করে অলি আহমদের কাছ থেকে ৯৫ পিস এবং রুমন মিয়ার কাছ থেকে ২৩ পিসসহ মোট ১শ ১৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Development by: webnewsdesign.com