মৌলভীবাজারে আরো ১৯১ জনের করোনা শনাক্ত,১ জনের মৃত্যু

শুক্রবার, ০৬ আগস্ট ২০২১ | ৪:১০ অপরাহ্ণ

মৌলভীবাজারে আরো ১৯১ জনের করোনা শনাক্ত,১ জনের মৃত্যু
apps

মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১৯১ জন। এছাড়া মৃত্যুবরণ করেছেন আরও ১ জন।

শুক্রবার (৬ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৫৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৬৩ শতাংশ। এই হার এর একদিন আগে ৩৩ দশমিক ৭ শতাংশ ছিলো, সে তুলনায় একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার একটু বেড়েছে ।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ২২১ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৪০ জন সুস্থ, মৃত্যুবরণ করেছেন আরও ১ জন।

নতুন শনাক্ত ১৯১ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৬৯ জন, জুড়ীর ১৮ জন, শ্রীমঙ্গলের ১ জন, কমলগঞ্জের ২৫ জন, বড়লেখার ৩০ জন, কুলাউড়ার ৪৫ জন, রাজনগরের ৩ জন। এ নিয়ে জেলায় ৬ হাজার ২২১ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৪০ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের ৩৫ জন, বাকি ৫ জন রাজনগরের। এতে জেলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি কুলাউড়ার বাসিন্দা।

এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৬১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৪ জন, বড়লেখায় ৩ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ১০ জন, জুড়ী ৪ এবং সদর হাসপাতালের ৩৪ জন রয়েছেন।

Development by: webnewsdesign.com