মৌলভীবাজারে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ | ১২:৫৪ অপরাহ্ণ

মৌলভীবাজারে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
apps

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২০২১/২০২২ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলার ভানুগাছ সরকারি খাদ্য গোদাম প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চীফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, পৌর মেয়র জুয়েল আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দীপক মন্ডল প্রমুখ।

চলতি মৌসুমে উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান ২৭ টাকা কেজি প্রতি ১১শ’ ৮৭ মেট্টিক টন ধান ও ৪০ টাকা কেজি প্রতি ১১৭ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় করা হবে।

Development by: webnewsdesign.com