মৌলভীবাজার শহরের মনু নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে শমসেরনগর রোডস্থ মনু নদীর ছড়ার পাড় নামক স্থান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
মৌলভীবাজার মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে স্থানীয় এলাকাবাসী মনু নদীতে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন । পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়,লাশটি দুই তিন দিনের আগের বলে মনে হচ্ছে, তবে ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
Development by: webnewsdesign.com