মৌলভীবাজার শহরে এক আমেরিকা প্রবাসীর বাসায় ভাড়াটিয়া সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই পরিবারের ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ৬ মার্চ সন্ধ্যায় শহরের কাজিরগাঁও এলাকায়। হামলার শিকার ভাড়াটিয়া মোঃ ফারুক আহমদ সরকারি কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তিতে আছেন বলে জানা গেছে। এর আগে তিনি মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছিলেন। আমেরিকা প্রবাসীর বাসায় বসবাসরত ওই পরিবারকে উচ্ছেদের জন্য হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন।
মোঃ ফারুক আহমদের স্ত্রী কার্নিজ ফাতিমা (৪৫) অভিযোগ করেন, রোববার ৬ মার্চ সন্ধ্যায় মৌলভীবাজার জেলা শহরের কাজিরগাঁও এলাকার আমেরিকার প্রবাসী আফিয়া বেগমের বাসার তত্বাবধায়ক হেলাল আহমদের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় তাদের দুইপুত্র ইমাম মোহাম্মদ বোখারি (১৯) ও ইমাম আহমদ সাহাবি (১৭), গৃহকর্মী লিজা বেগম (১৭) ও শাহানা বেগম (৪৫) আহত হয়েছেন।
Development by: webnewsdesign.com