মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ এপ্রিল) বেলা ১২ টার দিকে গুরুত্বপূর্ণ এই বনে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা আড়াইটায় এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি অংশে কাজ করছিলেন বনবিভাগের কিছু শ্রমিক। কিন্তু দুপুর ১২টার দিকে সেখানে হঠাৎ আগুন জ্বলে উঠে। পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে বনের ভেতরে রাস্তা না থাকায় ভেতরে ঢুকতে পারছে না। একই সাথে পানির স্বল্পতাও রয়েছে।
এ বিষয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, বন বিভাগের লোকজন এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। কি কারণে আগুন লাগল তা বন বিভাগ তদন্ত করছে বলেও জানান তিনি।
Development by: webnewsdesign.com