মৌলভীবাজারের লাউয়াছড়ায় “লাল হনুমান” প্রাণ হারালো গাড়ী চাপায়

শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১ | ৫:২০ অপরাহ্ণ

মৌলভীবাজারের লাউয়াছড়ায় “লাল হনুমান” প্রাণ হারালো গাড়ী চাপায়
apps

মৌলভীবাজারের কমলগঞ্জে গাড়ি চাপায় মারা গেছে একটি ‘লাল হনুমান’। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে মাগুরছড়া গ্যাস ফিল্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে দ্রুতগামী এক গাড়ি চাপায় ওই লাল হনুমান ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে বনকর্মীরা হনুমানটিকে উদ্ধার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। তারা এসে মৃত হনুমানটিকে ঘটনাস্থলের কাছে মাটি চাপা দেন।

লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির খাসি স্টুডেন্ড ওয়েল ফেয়ার সদস্য সাজু মারছিয়াং বলেন, ঘটনার খবর পেয়ে বনবিট কর্মকর্তার সাথে এসে মৃত হনুমানটিকে উদ্ধার করে তাকে মাটি চাপা দিয়েছেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউযাছড়া বনবিট কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত হনুমানটিকে মাটিচাপা দেওয়া হয়েছে। তবে চাপা দেওয়া গাড়ি শনাক্ত করা সম্ভব হয়নি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বনকর্মকর্তা মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালকদের বারবার সচেতন করা হয়েছে পাহাড়ি এলাকায় ধীর গতিতে গাড়ি চালানোর জন্য। তারপরও তারা এ সতর্কতা মানছেন না। ফলে লাউয়াছড়া উদ্যানের ভেতরে সড়কে বন্যপ্রাণী মারা যাচ্ছে।

Development by: webnewsdesign.com