মৌলভীবাজারের রাজনগরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রবিবার, ৩১ জুলাই ২০২২ | ১০:৪৮ পূর্বাহ্ণ

মৌলভীবাজারের রাজনগরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
apps

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৩ নং মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর চা বাগানে এক চা শ্রমিকের কন্যা জসিন্তা মুন্ডা( ১৮) নামের এক তরুণীর গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ রাজনগর থানা পুলিশ উদ্ধার করেছে।

জানা যায়, মৃত জসিন্তা মুন্ডা করিমপুর চা বাগানের উত্তর লাইনের ১ নং মুন্ডা টিলার অনিল মুন্ডার মেয়ে । সে বাগানে চা পাতা তোলার কাজ করতো। তার পরিবার সুত্রে জানা যায়, শনিবার ৩০ জুলাই সকাল ৯ ঘটিকায় জসিন্তা মুন্ডা বাগানে কাজ করার জন্য তার ঘর থেকে বেরিয়ে আসে,কিছুক্ষণ পর বাগানে কাজ করা অন্যান্য চা শ্রমিকরা কাজের উদ্দেশ্যে সেখানে রওয়ানা দিলে তারা ১ নং সেকশনে লেবেক শিরিষ গাছে জসিন্তা মুন্ডার ঝুলিয়ে থাকা মরদেহ দেখতে পান।

বাগানের সহকারী ব্যবস্থাপক ওয়াসিফ হক বলেন, সকাল ১০ ঘটিকার সময় সংবাদ পেয়ে তিনি সাথে সাথে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারকে বিষয়টি জানান । খবর পেয়ে রাজনগর থানা পুলিশের এস আই রবিউলসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসেন এবং প্রাথমিক তদন্তে তারা মরদেহটিকে আত্মহত্যা বলে প্রকাশ করেন। পরে থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজনগর থানায় নিয়ে যান । এ ব্যাপারে মৃত জসিন্তা মুন্ডার পিতাকে বাদী করে রাজনগর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয় ।

Development by: webnewsdesign.com