মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কৃষিজমি থেকে রিয়াজ উদ্দিন (২৫) নামে এক দিনমজুরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের মাধবছড়া গ্রামের ব্রিজের পাশে একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিয়াজ ওই ইউনিয়নের দোহালিয়া গ্রামের মৃত ফরিদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার মাধবছড়া ব্রিজের প্রায় ১৫০ গজ পশ্চিম দিকে একটি কৃষিজমিতে স্থানীয় কৃষকেরা বুধবার সকালে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসানের নেতৃত্ব পুলিশ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলামসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান। পরে নিহতের মা খনাবি বেগম ঘটনাস্থলে পৌঁছে ছেলের মরদেহ শনাক্ত করেন।
এ ব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, ‘নিহত রিয়াজের মাথায় একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মুখমণ্ডল ক্ষতবিক্ষত। মরদেহের চেহারা বিকৃত অবস্থায় পড়ে ছিল। নিহত ব্যক্তির মা তার লাশ শনাক্ত করেছেন। মরদেহের পাশ থেকে কিছু আলামত জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করছে।’
Development by: webnewsdesign.com