মৌলভীবাজারের জুড়ীতে টিলা কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

রবিবার, ২৯ নভেম্বর ২০২০ | ৭:৩২ অপরাহ্ণ

মৌলভীবাজারের জুড়ীতে টিলা কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
apps

রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১ ঘট‌িকায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার দহপাড়া এলাকায় ট‌িলা কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে পর‌িবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (খ) ধারা লঙ্ঘন‌ের দায়‌ে ফারুক আহম‌েদকে ১৫(১) ব‌িধানমত‌ে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান এবং আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, জুড়ী উপজ‌েলার সহকারী কম‌িশনার (ভূম‌ি) ও এক্স‌িকিউট‌িভ ম‌োস্তাফ‌িজুর রহমান।

Development by: webnewsdesign.com