সোমবার (১৪ ফেব্রুয়ারী) মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে তিন বছরের শিশু ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে হোসাইন আহমেদ (২২) নামের এক ধর্ষকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। ধর্ষক হোসাইন আহমেদ ১৩ নং কর্মদা ইউনিয়নের পাট্টাই গ্রামের সম উল্লার ছেলে।
গত ১১ ফেব্রুয়ারী কুলাউড়া থানার কর্মদা ইউনিয়নে তিন বছরের একটি কন্যা শিশু ধর্ষণের শিকার হয়। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের সার্বিক তত্ত্বাবধানে ইন্সপেক্টর তদন্ত মোঃ আমিনুল ইসলামের সহযোগিতায় কুলাউড়া থানা পুলিশের একটি চৌকস দল ধর্ষক হোসাইন আহমেদকে গ্রেফতার করেন। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, গ্রেফতারকৃত ধর্ষক হোসাইন আহমদকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Development by: webnewsdesign.com