কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় পাওয়ার গ্রীড কোম্পানিতে কর্মরত দুই সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন কুলাউড়া পাওয়ার গ্রীড অফিসের পাম্প অপারেটর ফখর উদ্দিন মোল্লা(৩০) ও টেকনিশিয়ান বুলবুল মজুমদার(৩৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ৬ ফেব্রুয়ারী বিকেল সাড়ে তিনটার দিকে মৌলভীবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস (মৌলভীবাজার-জ ০৫-০০০৮) কুলাউড়া-মৌলভীবাজার সড়কে ব্রাহ্মণ বাজার লোহাউনি চা-বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ওই দুই ব্যক্তি মারা যান। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্হলে পৌঁছে দূর্ঘটনা কবলিত বাস-মোটরসাইকেল ও লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। নিহত বুলবুল মজুমদারের বাড়ি কুমিল্লা ও ফখর উদ্দিন মোল্লার বাড়ি ব্রাহ্মন বাড়িয়া জেলায়। কুলাউড়া থানা অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Development by: webnewsdesign.com