মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার ৫শত টাকার জাল নোটসহ কামরুল ইসলাম( ২৬ )নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) কুলাউড়া থানার এসআই মোঃ শাহ আলম, এএসআই আবু আহমেদ সুজন সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া পৌর এলাকার মাগুরা গ্রামে অভিযান চালিয়ে জনৈক আব্দুর রহমান এর বাগান বাড়ীর ভাড়াটিয়া রাসেল মিয়ার বসত ঘর থেকে জাল টাকার কারবারী কামরুল ইসলাম (২৬) কে গ্রেফতার করতে সক্ষম হন।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার আরেক সহযোগী পালিয়ে যায়। কামরুল ইসলামের দেহ তল্লাশী করে ১ হাজার টাকার ৫টি ও ৫শ টাকার ১টি জাল নোটসহ ৫ হাজার ৫শত টাকা সমমূল্যের জাল টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কামরুল ইসলাম পার্শ্ববর্তী জুড়ী উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুল মনাফের ছেলে। সে দীর্ঘদিন ধরে জাল টাকার অবৈধ ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন, জাল টাকার কারবারি কামরুল ইসলাম জাল টাকার নোটকে আসল টাকার নোট হিসাবে থানা এলাকার বাজারের বিভিন্ন দোকানদার এবং সহজ সরল জনগণের সাথে প্রতারণা করে আসছিলো।
আমরা তা জানতে পেরে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে কুলাউড়া থানার একটি চৌকস দল ৫ হাজার,৫শ টাকার জাল নোটসহ কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Development by: webnewsdesign.com