সোমবার (২৬ ডিসেম্বর) মৌলভীবাজারের কুলাউড়ায় ১কেজি গাঁজা ও ১৬০ লিটার চোলাই মদসহ প্রেমসুক্ষিয়া রবি দাস (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কুলাউড়া থানার আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের তিলকপুর চা বাগান এলাকা থেকে মাদক ব্যবসায়ী প্রেমসুক্ষিয়া রবি দাস(৪৫)কে আটক করেন।
পুলিশ জানায়, প্রেমসুক্ষিয়া রবি দাসের বসতঘর তল্লাশি করে ৪টি প্লাস্টিকের ড্রামে রাখা ১৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ১ কেজি গাঁজা জব্দ করা হয়। মঙ্গলবার আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Development by: webnewsdesign.com