মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকায় সুমন মিয়া নামে তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে কমলগঞ্জ থানাধীন শমসেরনগর ফাঁড়ির এসআই সোয়েল রানা, এএসআই বাবুল মিয়া সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে শমসেরনগর এয়ারপোর্ট এলাকা থেকে আসামি সুমন মিয়া ওরফে মনাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়,গ্রেফতারকৃত সুমন মিয়া আশুগঞ্জ থানার ২০১২ সালের একটি মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশপ্রাপ্ত আসামি। গ্রেফতারকৃত আসামী সুমনকে রোববার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Development by: webnewsdesign.com