মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ

বুধবার, ২৪ নভেম্বর ২০২১ | ১২:৩২ অপরাহ্ণ

মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ
apps

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় জেলা পুলিশের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত সোহেল রানার সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, চা-শ্রমিক নেতা রামভজন কৈরি মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, কমলগঞ্জে সকল ধর্মের মানুষ সুদূর অতীতকাল থেকে একসাথে মিলেমিশে বসবাস করে আসছে। কেউ যেনো এই সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য এলাকার সচেতন নাগরিকদের প্রতি আহবান জানান। পুলিশ সুপার এলাকার সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও তা ধরে রাখার জন্য বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সম্প্রীতি সমাবেশে আরো উপস্থিত ছিলেন, আলীনগর চা বাগানের সহকারী ব্যবস্থাপক এ.জে.এম. রফিউল আলম, সাংবাদিক শাহীন আহমেদ, স্থানীয় ইউনিয়নের সদস্য সাইফুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ, সজল কৈরিসহ এলাকার সাধারণ জনগণ।

Development by: webnewsdesign.com