মৌলভীবাজার জেলায় বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১৮৮ জন। রোববার (৮ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৫৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার ৩১ দশমিক ৯২ শতাংশ।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ৪৪৩ জন। ২৪ ঘণ্টায় জেলায় ১৪৯ জন সুস্থ, মৃত্যুবরণ করেছেন আরও একজন।
নতুন শনাক্ত ১৮৮ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৬২ জন, জুড়ীর ১০ জন, শ্রীমঙ্গলের ২৫ জন, কমলগঞ্জের ১৪ জন, বড়লেখার ৪০ জন, কুলাউড়ায় ৩৪ জন, রাজনগরের ৩ জন। এ নিয়ে জেলায় ৬ হাজার ৪৪৩ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪৯ জন। এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৩২ জন, জুড়ীর ৪১ জন, শ্রীমঙ্গলের ১৯ জন, বড়লেখার ৩ জন, কুলাউড়ায় ৫৪ জন। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৪ হাজার ২৪৫ জন।
এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৬৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
Development by: webnewsdesign.com