মৌ:বাজারের শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির সাপ ‘আইড ক্যাট স্নেক’ উদ্ধার

বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ | ৬:০২ অপরাহ্ণ

মৌ:বাজারের শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির সাপ ‘আইড ক্যাট স্নেক’ উদ্ধার
apps

মৌলভীবাজারে ‘আইড ক্যাট স্নেক’ নামে দুর্লভ প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, ফণিমনসা গোত্রের মৃদু বিষধর এই সাপটি বাংলাদেশে তেমন একটা দেখা যায়নি।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল নতুন বাজার এলাকার কাঁঠাল বাজার এলাকা থেকে সাপটিকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, সকালে আমার মোবাইলে একটি কল আসে। আমাকে জানানো হয় কাঁঠাল বাজারে পাহাড় থেকে আনা কাঁঠালের ট্রাকে ধূসর রঙের একটি সাপ রয়েছে। সাপের ভয়ে গাড়ি থেকে কাঁঠাল নামাতে পারছেন না ব্যবসায়ীরা। লোকজন সাপটিকে মারা প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তিনি সেখানে যান সাপটিকে উদ্ধার করেন।

সজল দেব বলেন, আমি দীর্ঘদিন ধরে অনেক জাতের সাপ দেখেছি ও উদ্ধার করেছি, কিন্তু এ রকম সাপ প্রথম দেখলাম। তাই সাপটির পরিচয় জানতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খানের কাছে ছবি পাঠাই।

অধ্যাপক মনিরুল এইচ খান বলেন, সাপটি ফণিমনসা গোত্রের। এটি এ দেশে তেমন একটা দেখা যায় না। সাপটি মৃদু বিষধর। ধূসর রঙের এই সাপটি লম্বায় প্রায় দেড় ফুট হয়ে থাকে।

এদিকে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাপটি সজল দেবের হেফাজতে রয়েছে।

Development by: webnewsdesign.com