মৌ:বাজারের কমলগঞ্জে চোলাই মদসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রবিবার, ০১ আগস্ট ২০২১ | ৫:৫৬ অপরাহ্ণ

মৌ:বাজারের কমলগঞ্জে চোলাই মদসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ও জেলা মাদক সেল এর সমন্বয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে শনিবার (৩১জুলাই) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কানিহাটি চা বাগানের মৃধা বাড়ি হতে ১০৬৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী বিনোদ মৃধা (৪৫)কে হাতেনাতে আটক করা হয়।

বিনোদ মৃধা কানিহাটি চা বাগান এলাকার বাসিন্দা বলে জানা গেছে ।

এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বদিউজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশনায় মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করতে এর ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা নিয়মিত চলমান থাকবে।

গ্রেফতারকৃত বিনোদ মৃধা বহুদিন যাবৎ চোলাই মদের ব্যবসা করে আসছিলেন এবং গোপন সংবাদের ভিত্তিতে তাকে শনিবার দিবাগত রাতে গোয়েন্দা বিভাগের সদস্যরা গ্রেফতার করতে সক্ষম হন।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Development by: webnewsdesign.com