বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ ১৭ এর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন রবিবার বিকেল ৫টায় এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, যুবলীগ যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় মোড়েলগঞ্জ পৌরসভা একাদশ ৭/১ গোলে বলইবুনিয়া একাদশকে পরাজিত করে করে।
Development by: webnewsdesign.com