মোড়েলগঞ্জে নবাগত ইউএনও’র এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন

মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ | ১১:৫১ পূর্বাহ্ণ

মোড়েলগঞ্জে নবাগত ইউএনও’র এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন
apps

বাগেরহাটের মোড়েলগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেছেন, এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা চাই। জন্ম নিবন্ধন সংশোধন, ভূমি কর আদায়ে রেজিষ্ট্রেশনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। যাহা বাস্তবায়নের ক্ষেত্রে সকলের সহযোগিতা একান্তভাবেই প্রয়োজন। কর্মময় জীবনে সকলেরই পরিশ্রমী হতে হবে। পরিশ্রমীরাই উন্নত শিখারে পৌছাতে পারে।

মঙ্গলবার সকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মোড়েলগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ সব কথাগুলো তিনি বলেন।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, প্রেসক্লাব সভাপতি একুশে টেলিভিশন জেলা প্রতিনিধি এইচএম মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মশিউর রহমান মাসুম, প্রেসক্লাবের সাবেক সভাপতি জন্মভূমি প্রতিনিধি মো. জামাল শরীফ, ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন, যুগান্তর প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি নজরুল ইসলাম শরীফ, সংবাদ প্রতিনিধি গনেশ পাল, জনতা প্রতিনিধি রাজীব আহসান রাজু, কালের কন্ঠ প্রতিনিধি জামাল হোসেন বাপ্পা, স্পন্দন প্রতিনিধি হেমায়েত হোসেন হিমু, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শাহ আলম তালুকদার, ঢাকা প্রতিদিন প্রতিনিধি এম.পলাশ শরীফ, দৈনিক লাখোকন্ঠ/যায়যায়দিন প্রতিনিধি এসএম সাইফুল ইসলাম কবির।

Development by: webnewsdesign.com