রাজধানীর মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকায় শেরু মিয়া নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি নির্মাণসামগ্রী সরবরাহকারী ছিলেন।
গতকাল শনিবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে একতা হাউজিংয়ের ৮ নম্বর রোডে এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী জোসনা বেগমের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরেই তার স্বামীকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।
ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত শেষে মোহাম্মদপুর থানার ওসি (অপারেশন্স) দুলাল হোসেন জানান, ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে শেরু মিয়াকে হত্যা করা হয়ে থাকতে পারে। তিনি মাদক ব্যবসার সাথে জড়িত কিনা তাও তদন্ত করা হচ্ছে। নিহতের গলা, মাথাসহ কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হত্যার কারণ জানতে সিআইডির ফরেনসিক বিভাগ আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি সংগ্রহ করা হয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজও।
Development by: webnewsdesign.com