রাজশাহীর মোহনপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ জন ও জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কেশরহাট পৌর এলাকার বাকশৈল গ্রামের মৃত কিয়ামত দেওয়ানের ছেলে আব্দুস সালাম (৫৯) কে ২০ লিটার চোলাইমদ, ঘাসিগ্রাম ইউপির শ্যামপুরহাট গ্রামের মৃত কমির উদ্দিনের ছেলে মাসুদ রানা (৩১) কে ৮ লিটার চোলাইমদ ও জাহানাবাদ ইউপির ধোপাঘাটা গ্রামের মুনছুরের ছেলে কোরবানের নিকট হতে ৬ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। অপরদিকে জিআর ওয়ারেন্টভুক্ত আসামী বাকশিমইল ইউনিয়নের বাকশিমইল গ্রামের আজিজুলের ছেলে রাকিব রায়হান।
এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে গ্রেরণ করা হয়েছে।
Development by: webnewsdesign.com