মোরেলগঞ্জে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে পানির ট্যাঙ্কি বিতরণ

সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ | ৭:৪৩ অপরাহ্ণ

মোরেলগঞ্জে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে পানির ট্যাঙ্কি বিতরণ
apps

বাগেরহাটের মোরেলগঞ্জে বে-সরকারী উন্নয়ন সংস্থা র্ডপ এর উদ্যোগে হেলভাটাস এর আর্থীক সহযোগিতায় পানীই জীবন প্রকল্পের আওতায় ছয়টি ইউনিয়নে ১৬৫ টি পরিবারের মাঝে পানির ট্যাঙ্কি বিতরণ করেছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মাঠে মুজিব শতবর্ষ উপলক্ষে এ ট্যাঙ্কি বিতরণ করা হয়। উপজেলার ১১নং বহরবুনীয়া,১২নং জিউধরা, ১৩নং নিশানবাড়ীয়া, ১৪নং বারইখালী, ১৫নং মোরেলগঞ্জ সদর ও ১৬নং খাউলিয়া ইউনিয়নের সুবিধা বঞ্চিত হতদরিদ্র জনগষ্ঠির মাঝে প্রতিটি এক হাজার লিটার পানির ট্যাঙ্ক প্রদান করেছে। এসব ইউনিয়নের সুবিধা বঞ্চিত হতদরিদ্র মানুষ যাতে বৃষ্টির পানি ধরে সংরক্ষণ করে খেতে পারে সেই লক্ষ্যে পানির ট্যাঙ্কি প্রদান করা হয়।

Development by: webnewsdesign.com