মোদির জন্য কেউ নিঃশ্বাস নিতে পারছে না:নুসরাত জাহান

শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ | ৩:০০ অপরাহ্ণ

মোদির জন্য কেউ নিঃশ্বাস নিতে পারছে না:নুসরাত জাহান
apps

নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। ভিডিওতে অক্সিজেনের অভাবে রোগীর আর্তনাদ আর স্বজনদের হাহাকার দেখা গেছে।

ভিডিওটি শেয়ার করে নুসরাত জানান, ভিডিওটি দেখে কেঁদে ফেলেছিলেন তিনি। তবে এর জন্য দোষারোপ করলেন দেশের প্রধানমন্ত্রীকে। নুসরাত মনে করন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বাইরে অক্সিজেন রপ্তানি করছেন বলেই আজ এই অবস্থা।

পোস্টে নুসরাত লিখেছেন, ‘আজ আমরা নিঃশ্বাস নিতে পারছি না কারণ নরেন্দ্র মোদি তখন দেশের বাইরে অক্সিজেন রপ্তানি করছে যখন দেশের মানুষ নিঃশ্বাস নিতে চাইছে।’ নিচে বড় বড় অক্ষরে লেখা, ‘এটা পাপ’!

সারাদেশে অক্সিজেনের ঘাটতি নিয়ে প্রতিবাদে সোচ্চার নাগরিকরা। ঠিক এ সময় নুসরাত একহাত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীকে। নেটিজেনদের একাংশও গলা মিলিয়েছেন এ প্রতিবাদে। হ্যাশট্যাগ দিয়ে লেখা শুরু করেছেন, ‘উই কান্ট ব্রেদ।’।

Development by: webnewsdesign.com