নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনার তাসলিমা আক্তার (২৩) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ জানান, নিহত শিক্ষিকা চরক্লার্ক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কেরামতপুর গ্রামের মৃত নূর রহমান’র মেয়ে এবং নোয়াখালী সরকারি কলেজের পড়ালেখার পাশাপাশি উপজেলার দক্ষিণ পূর্ব চর লক্ষী আশ্রয়ণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আগামী বুধবার তার বিবাহের দিন ধার্য ছিল। নিজের বিয়ের দাওয়াত কার্ড নিয়ে পাশের একটি স্কুলে দাওয়াত দেওয়ার জন্য যাওয়ার পথে চৌরাস্তা এলাকার একটু সামনে কুকুরের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই শিক্ষিকার মৃত্যু হয়।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Development by: webnewsdesign.com