মোড়েলগঞ্জে পাঠদান কার্যক্রম পরিদর্শন করেন সংসদ সদস্য

রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১ | ৪:২৮ অপরাহ্ণ

মোড়েলগঞ্জে পাঠদান কার্যক্রম পরিদর্শন করেন সংসদ সদস্য
apps

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে টানা দেড় বছর বন্ধ থাকার পরে আজ রবিবার থেকে ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় প্রায় ৫ শত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে।

এরমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৩০৯টি, মাধ্যমিক স্তরের ১২৭ ও উচ্চ মাধ্যমিক স্তরের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম পাঠদান কার্যক্রম পরিদর্শন করেন।

এ ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান ও সুপারভাইজার মো. বাকি বিল্লাহ্ বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠদানের পরিবেশ পরিদর্শন করেন। ##

Development by: webnewsdesign.com