ইউক্রেনের মেলিতোপোল শহরের নির্বাসিত মেয়র ইভান ফেদরোভ বলেছেন, মেলিতোপোলে হিমার্স রকেট লঞ্চার ব্যবহার করে হামলা চালিয়েছেন ইউক্রেনের সেনারা।তিনি আরও জানিয়েছেন, মেলিতোপোলে রুশ সেনারা যেসব আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিস্থাপন করেছিল, তার বেশিরভাগ খেরসনে নিয়ে গেছে।
ফলে বর্তমানে মেলিতোপোলে রাশিয়ার অবস্থান দুর্বল হয়ে গেছে। এখন যেসব প্রতিরক্ষাব্যবস্থা মেলিতোপোলে আছে, সেগুলো হিমার্স রকেট লঞ্চার দিয়ে করা আক্রমণ প্রতিহত করতে পারছে না।সোমবার এ ব্যাপারে মেলিতোপোলের এ নির্বাসিত মেয়র টেলিগ্রামে লিখেছেন, আজ উচ্চক্ষমতাসম্পন্ন হিমার্স মিসাইল মেলিতোপোলের বাণিজ্যিককেন্দ্রে শত্রুদের অস্থায়ী অবস্থানে আঘাত হেনেছে।গত সপ্তাহে শক্ররা মেলিতোপোলে প্রতিস্থাপন করা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বড় একটি অংশ খেরসনে নিয়ে গেছে। আজ রাত সবচেয়ে কার্যকর ছিল। আর এটি দেখিয়েছে শত্রুদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হিমার্সকে প্রতিহত করতে আর কার্যকর না। মেলিতোপোলে তাদের দুর্বল প্রতিরক্ষাব্যবস্থা সেখানে পাল্টা আক্রমণের পরিস্থিতি সৃষ্টি করেছে।এদিকে মেয়র ইভান ফেদরোভের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
সূত্র: দ্য গার্ডিয়ান
Development by: webnewsdesign.com