ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে মেরকুটা গ্রামে মোঃ আক্কাস আহাম্মেদ ও আসরাফ চৌধুরী এর উদ্যোগে মেরকুটা নাইট শট সার্কেল টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধায় মেরকুটা চৌধুরী বাড়ির দক্ষিণ পার্শের মাঠে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক ও বর্তমান মেম্বার সফিউল আলম (দানিস) এর সভাপতিত্বে ও ইব্রাহিম আহাম্মেদ ফারহান এর সঞ্চালনায়।
প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তরুন সমাজ সেবক ও বিশিষ্ট ব্যাবসায়ী সৌদি আরব প্রবাসী মোঃ নূর মোহাম্মদ। ফাইনাল খেলায় পরস্পর মোকাবেলা করেন মেরকুটা ষরঋতু ফ্যাশন ক্লাব বনাম মেরকুটা দক্ষিন পাড়া হানিফ গুল্ড ক্লাব।
ট্রসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন মেরকুটা ষরঋতু ফ্যাশন ক্লাবের অধিনায়ক মোঃ আনোয়ার হোসেন। ষরঋতু ফ্যাশন ক্লাব ১২ ওভার শেষে ৫ উইকেটে ৯৬ রান করতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে মেরকুটা দক্ষিন পাড়া হানিফ গুল্ড ক্লাব সব উইকেট হারিয়ে ৭১ রান করতে সক্ষম হন। ফলে ষরঋতু ফ্যাশন ক্লাব ২৫ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ান হয়।
ম্যাচ সেরা নির্বাচিত হন ষরঋতু ফ্যাশন ক্লাবের খেলোয়ার মোঃ শাহাজালাল।
বিশেষ অতিথি ছিলেন, মোঃ আনোয়ার হোসেন দুবাই প্রবাসী, মাসুম আহম্মেদ ব্রুনাই প্রবাসী, ইকবাল হোসেন সৌদি আরব প্রবাসী, এহসান এনাম সৌদি আরব প্রবাসী, জালাল মিয়া সৌদি আরব প্রবাসী, বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল উদ্দিন, চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল হান্নান, প্রনয় কুমার ভদ্র পিন্টু, বিদ্যাকুট অমর উচ্চ বিদ্যালয়ের সদস্য মোঃ আসাদ মিয়া, মোঃ শাহিন বিশ্বাস সাধারণ সম্পাদক বিদ্যাকুট ইউনিয়ন যুবদল, মোঃ আওয়াল মিয়া, নাছির মিয়া, মাহফুজ চৌধুরি, কবি মোঃ জমির হোসেন পারভেজ প্রমুহ।
খেলায় অাম্পেয়ার ছিলেন, আজমাইন আহাম্মেদ শারফিন ও এনামুল হক। টুর্নামেন্ট পরিচালনা করেন, মোঃ আক্কাস আহাম্মেদ ও আসরাফ চৌধুরী। খেলা শেষে চ্যাম্পিয়ান দলের হাতে এলইডি টিভি তুলে দেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।
Development by: webnewsdesign.com