মেক্সিকোতে হিদালগো রাজ্যে বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় এক হাসপাতাল প্লাবিত হয়ে লোডশেডিংয়ে অন্তত ১৭ রোগীর মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মৃতদের কয়েকজন করোনা রোগী ছিলেন, যাদের অক্সিজেন সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, নদীর দু-কূল উপচে যাওয়ায় তুলা শহরের হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। উদ্ধারকারীরা হাসপাতালটি থেকে ৪০ জনের মতো রোগীকে অন্যত্র সরিয়ে নিয়েছেন।
এদিকে, রাজ্যের গভর্নর ওমর ফায়াদকে বহনকারী একটি নৌকা নদীতে ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। পরে গভর্নর এক টুইটবার্তায় জানান যে, তিনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা কার্যক্রম চলমান থাকবে।
Development by: webnewsdesign.com